শূন্য ‘বাঞ্ছারামের বাগান’
নবু ‘র কলমে
নিঃশব্দ নিস্তব্ধতার মাঝে
শূন্য বাঞ্ছারামের বাগান,
চোখের কোণ ছুঁয়ে বয়ে যায় শূন্যতা,
হাওয়ার ছন্দে বেজে ওঠে একলা গান।
একদিন ছিল আলো, ছিল বাগানে প্রাণ,
বটের ছায়ায় শুনেছিলাম শিস, সোনা ধানের ঘ্রাণ,
সেই কথা আজ যেন রূপকথা হয়ে আছে,
ম্লান হয়ে আসে স্মৃতির কুয়াশা মাখা শিশির ভেজা ঘাসে।
বাঞ্ছারামের গল্পের ভাঁজে ভাঁজে,
জীবন ছিল, ছিল হাসির ঝরনা,
আজ সে বাগান শুকনো ধূলায় ঢাকা,
মনোজদার ছোঁয়া ছাড়া বাগান যে শূন্য কর্ণা।
স্মৃতির পথে খুঁজে ফিরি তার ছায়া,
সেই মনোজ, বয়সের আঁধারে লুকিয়ে,
শিশির ভেজা ঘাসের গায়ে তার পায়ের ছাপ,
নিঃশব্দে ফেলে যায় অমর কাহিনী ছুঁয়ে।
বাঞ্ছারামের বাগান তবে আর কে সাজাবে?
অভিমানী বৃক্ষেরা কি করবে তার মরণভূমি?
তবু মনোজ মিত্রের ঐ আকাশপানে ডাক,
অমল সুরে বলব, ” আছ চিরজীবী তুমি।”
শূন্য ‘বাঞ্ছারামের বাগান’, প্রয়াত মনোজ মিত্র, দীর্ঘ দিন বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রবীণ নাট্যকার!
তাঁর স্মরণে শ্র্দ্ধাঞ্জলি।
—oooXXooo—