মাতৃনাম
দীননাথ চক্রবর্তী
ওমন মাযে ভবে প্রকট ওরে আমরা সবই ছিন্ন ,
মাযে সবের ক্ষুধা তৃষা আমরা ক্ষুধার অন্ন।
মাযে মাথার আকাশ তারা প্রাণের বায়ু বাতাস ,
মাযে ধরা বসুন্ধরা জীব জড় প্রকাশ ।
তোকে ঘিরে মেঘ রাশি কাঁড়ি কাঁড়ি হতাশ ,
নয়ন ভরে দেখিস শুধু আঁখিজলে উদাস ।
ঘুমুস তুই মায়ের ছায়ে জাগিস মায়ের আলোয়।
দিবা নিশি দোলায় দোলায় মায়ের উষ্ণ পরশ।
—oooXXooo—