” নিষ্ঠুর নিয়তি “
রণজিৎ মন্ডল
একদিন তুমিও বৃদ্ধ হবে,
ষাটোর্দ্ধ অথবা সত্তরোর্দ্ধ, দেখবে
সব জৌলুস হারিয়ে
যাবে।
যে জৌলুসে তোমার
আজ এতো অহংকার,
যে যৌবন তোমাকে করেছে এতো সুন্দর,
যে স্বপ্ন তোমাকে দেখায় রঙিন ভালোবাসা নিরন্তর,
সব ফুরিয়ে যাবে!
তোমার চক্ চকে ঝক্ ঝকে চামড়া কেমন বিবর্ণ,
কুচকানো কুৎসিত হয়ে যাবে,
তখন তুমিও আমার মত হতাশ নয়নে
দেখবে,
তোমার প্রেমের মানুষ,
ভালোবাসার মানুষ কেমন মুখ ফিরিয়ে নেবে।
সবই দেখতে পাবে।
দেখো না একটু ভেবে,
সবুজ পাতাকে ডেকে,
হলুদ হয়ে যাওয়া পাতা তার কানে কানে কি কইছে,
মনে রেখো ভাই আমাকে,
কদিন পরেই তো যাবো ঝরে,
যেভাবে জোরে দক্ষিণা বাতাস বইছে,
যে দাগ রেখে যাবো তোমার পাশে একই ডালে,
মুছে ফেল না চোখের জলে,
তুমিও যে যাবে একদিন ঝরে ,
আমার মত করে!
দুজনেরই ঠাই ধরনীর
ধুলাতেই হবে, দুজনেই রবো ধুলাতে
পড়ে!
তুমি, আমি থাকবো একসাথে সেদিনও
পাশাপাশি পথের ধুলায়,
নিষ্ঠুর নিয়তি চেয়ে চেয়ে দেখবে,
আজকের সবুজ পাতা, সেদিন শুকিয়ে
ঝরবে নিয়তির ছোঁয়ায়!
মানুষের চরণতলে কেমনে রয়ে যাবে!
কেমনে তোমার আমার ঠাই হবে পাশাপাশি,
যেমন ছিলাম সবুজ ডালে
দক্ষিণা হাওয়ায়,
তেমনই রয়ে যাবো চোখের জলে পথের
ধুলায়!
কেউ দেখবে না ফিরে, মাড়িয়ে যাবে সবাই অবহেলায়!
—oooXXooo—