জনতার মাঝে
অসিত ঘোষ
রাস্তায় ফিরে ফিরে পাব মানুষ হিসেবে
কখনো রোদ ঝলমল কখনো বা ছায়া,
বন জঙ্গলে ঘেরা কাঁটাতারের বেড়া
বারবার হোঁচট খাই আমি দিশাহারা।
উপারের ডাক শুনি এপারে আমি
অর্ধেক কুয়াশাচ্ছন্ন আকাশ তটভূমি,
চলে গেছে যারা ফেরে নাই তারা
এই জলাভূমিতেই খুঁজি তাদের আমি।
একদিন বিচরণ করেছিল
হিংস্র জন্তুদের সঙ্গে মানুষের বসবাস,
জন্তুরা চলে গেছে, ওরা হয়েছে হিংস্র আজ
তবুও খুঁজি আমি এদের মাঝে ।
—oooXXooo—