যদি কোনওদিন হারিয়ে যাই গো চিরতরে। পাহিবে কি স্থান, আমার শ্রীনাম, তোমার অন্তরে! ভারী সাধ হয় মোর জানতে। চাহিবে কি গো, আমায় কখনও মনে রাখতে! আমি তো হে প্রিয়, নহি তো গো কোনও, নামজাদা এক ব্যাক্তি। নাহি কোনও দিনই মোর প্রতুল কোনও শক্তি। আমি দীন হতে দীন, মানুষ এক অতি সাধারণ। জানি, আমাকে মনে রাখার তোমার, নাই কোনও প্রয়োজন। তবু যদি কোনওদিন তোমার, আমারে মনে পড়ে। তবে চাহিয়া দেখিও ওই নীল আকাশের ‘পরে। দেখিবে, মিটি মিটি করে জ্বলিছে, অতি অনুজ্জ্বল এক তারা ওই আকাশের এক কোণে। বুঝে নিও প্রিয়, আমি সেই আমি গো, যারে তুমি ঠাঁই দিয়েছো তোমার মনে।