একটি মিলের আধুনিক কবিতা মিল খুঁজতে হাত বাড়িয়েছিলাম সকল শিক্ষায়তন থেকে। সবাই বিজ্ঞানী হয়ে গেছে শিক্ষক ছাত্র কারুর সময় নাই বলছে, সূর্যকেও হাতের মুঠোয় ধরে রাখতে চাই। স্বাস্থ্য সচেতন ধরে রাখতে চিকিৎসা বিভাগে যাই ডাক্তার নার্স সবাই আছে, কাঁচা পাতা গুনতে ব্যস্ত এদের স্বাস্থ্যকর শিক্ষা নাই অমর করে নিয়ে যাবো বলছে। আমি দেখেছিলাম তোমার কাছে কালবৈশাখী ঝড়ের চোখের দাপট ধুলোর বালিঘর অন্ধ হয়ে গেছে।