খাবো কি?
সুমান কুণ্ডু
———————
ও পিসিমনি খাবো কি?
ও দিদিমণি খাবো কি?
বাজার দেখো মারছে ঝাঁকি
ঝিঙে বেগুন দিচ্ছে টুকি
পটল-উচ্ছে দিচ্ছে ফাঁকি
আটা-চাল কোথায় রাখি?
ও দিদিমণি – ও পিসিমনি খাবো কি?
মাগুর মাছটা মারছে ঝাঁটা
ইলিশেতে লেবেল সাঁটা
আলু-পেঁয়াজের বড়োই দাম
মুরগী-খাসির নেই তো কাম
ও পিসি – ও দিদি খাবো কি?
রুইমাছটাও বাইরে হাতের
পায় না যাওয়া ট্যাংরা জাতের
কাটা ঘায়ে নুনের ছিটা
তেলাপিয়াও মারছে কাঁটা
ও দিদিমণি – ও পিসিমনি খাবো কি?
গিন্নির কাছে ঝাড়
লোকটা বড়ো বাড়লো বাড়
গোদের উপর বিষের ফোঁড়া
ওষুধ কিনতে হাত জোড়া
ও পিসি – ও দিদি – ও দিদি – ও পিসি খাবো কি?
চলছে জীবন ফঁন্দি এঁটে
সবকিছুই ঘ-এ ঘেঁটে
এদিকেতে গেছে রোটে
সরকার নাকি চড়েছে বোটে
দরকার কি আর ওদের?
হাঁড়ি এক একটা বেদম বদের
ও দিদিমণি – ও পিসিমনি খাবো কি?
—oooXXooo—