অজস্র বুদবুদ ওঠে ভালবাসার যখন আমার ঈশ্বরী উনুনে পাটকাঠি ধরান ভাত নামানোর সেই তুমুল প্রতীক্ষায় আমি শুধু তাকিয়ে থাকি অনর্গল ঈপ্সায়, হে! ঈশ্বরী আজ ভাত বেড়ে দেবে গো কখন?
হে ঈশ্বরী! তোমার পায়ের কাছে আমি নামিয়ে রেখেছি যত জাগতিক ভার আমাকে গৃহস্থ করেছ তুমি বারবার তাই ফিরে আসি একটু আলোর জন্য যেন করপুটতলে তুলে রেখেছ মায়ার বন্ধন!
হে ঈশ্বরী! ফুটন্ত ভাতের মত এত সুন্দর কোন প্রাপ্তি মেলেনি এর আগে, যথাবিহিত নিয়মে স্পর্শ করেছ যতবার, তখন প্রতিটি স্পর্শে মিলেছে তোমার স্নেহ গাঢ় কঞ্চুলিকার নিগঢ়ে মিলেছে প্রেম, যখন কন্ঠমালা জুড়ে থেকেছ অপত্য হয়ে তোমায় দেখে বিস্ময় জেগেছে! হে আয়ুধিনী!