হলোনা বোঝা…
প্রদীপ সরকার
—————–
কেন যে বুঝিনা, দুষ্ট মনের কথা, আমি বুঝিতে পারিনা কিছুতে।
বারে বারে মুই, হায় প্রতারিত হই, মিষ্টি মধুর কথাতে।
বুঝিনে কিছুতে কে যে স্বজন, কেবা দুর্জন, কেইবা চায় ভালবাসিতে আমায়।
কেউই তো হায়, আজও কহেনি তো মোয়, ভালবাসি গো তোমায়।
আবেগে ভেসে গিয়েছে তো মন,
জানিনা কোন প্রাণে বাঁধা পড়িলো এ প্রাণ,
হায় আজও তাহা বোঝা হলোনা।
যার প্রেমে মন ভেসেছে আবেগে,
সে জন তো সাড়া দিলেনা অনুরাগে,
বুঝি বা সেই জন মোরে করে গেল হায় ছলনা।
তাই আজও মোর প্রিয়, প্রেম কারে কয়, সে তত্ব আছে অজানা।
—oooXXooo—