ভালো নেই
দীননাথ চক্রবর্তী
কি জানো গিরিমা
এখন এখানে শুধু গিরি
গিরিমাটির নয় তা
নেই এতটুকু গেরুয়ার বৈরাগ্য
কেমন করে যেন হাওয়ায় ওড়ে !
পতপত।
ভোগ আর বোলের ভুরিভোজ
গিরির আগে বিরাট লাইন
দাদা দিদির বৌদির
রক্তাক্ত ত্রিভুবন
মতের সমর্থনে ধুনুচি নাচ
ভোল কখন পাহাড়ী মেঘ ।
সত্য চুলোয় খাক আর
শিল্পীর মানবিক উইল
তবু
গেরুয়া রঙে চোপানো
ধুতি পাঞ্জাবি শাড়ি
পাটে পাটে
উড়ু উড়ু
মঞ্জুরিত ঠাকুরদালান
নাচের তালে তালে
ঢাক শঙ্খ প্রদীপ চামর
আরুতি
কালীনাম
সুরে স্বরে বৈভব ।
সিঁদুরখেলা
দিদিও হয়তো খেলবে
কিন্তু …
এতটুকু ভালো নেই সে গিরিমা ।
এবার যাবার সময় বরং
মুছে দিয়ে যাও মা
এই অবাঞ্ছিত গিরিছোপ।
—oooXXooo—