ঘুম নেই
সুপর্ণা দত্ত
✒️✒️✒️✒️✒️
ঘুম নেই
ঘুম নেই আজ আর
খেটে খাওয়া মানুষের,
বাড়ছে বাজারে দাম
নিত্য প্রয়োজনীয় জিনিসের
বাজেটের বাইরে বাজার দর।
পকেটের হাল বেহাল আজকে
পকেটমারকে কী করবে দোষারোপ
পকেট ঝেড়ে বাজারেই দিয়ে আসা!
সব্জির আজ এ হেন আকাল
চড়া দামে সব্জি কেনা দায়
বাজারের ব্যাগও ভরে না, হায়!
ঘুম নেই তাই জনসাধারণের
মিটিং এ বুলি আওরায় নেতারা
আর পেটে গামছা বাঁধে মধ্যবিত্তরা।
ঘুম নেই
ঘুম নেই এক মায়ের চোখে
সদ্য যুবতি হওয়া মেয়ে যার ঘরে।
বুঝি নরপিশাচের নজরে পড়ল
তাকে আড়াল করবে কিভাবে!
লালায়িত চোখ ঘোরে চারিদিকে।
মানেনা আবাল বৃদ্ধা বনিতা
লালসা মেটাতে চাই একটা শরীর
যেমনই হোক-সে বৃদ্ধা বা অপরিপক্ব।
তাই আজ মায়ের চোখে ঘুম নেই
না জানি কখন কোন কু-দৃষ্টি পড়ে
তাই সজাগ থাকে মা মেয়েকে বাঁচাতে।
ঘুম নেই
ঘুম নেই সেই ভবিষ্যতের কারিগরের
যারা ন্যায্য দাবিতে আজও পথেতে লুটায়।
দিনের পর দিন অনশন করেছে
যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে
তবুও পায়নি চাকরী ন্যায্য অধিকারে।
তাই ঘুম নেই তাদের চোখে যাদের
সংসার চলে অনাহারে আর বিনা চিকিৎসায়
চাকরি বিক্রি হয়েছে অর্থের বিনিময়ে।
ঘুম নেই
ঘুম নেই আজ বিশ্বের মানুষের চোখে,
নির্মমভাবে খুন হতে হয় দ্বিতীয় ভগবানকে
অন্যায়ের প্রতিবাদে মিছিলে পা মেলানো সভ্যতার
সজাগ দৃষ্টি এড়িয়ে কামনা লোলুপ
নরপিশাচেরা খোঁজে নারীরূপী ভোগ্যপণ্য
মাটির প্রতিমার আরাধনা করে আর
কলুষিত করে রক্ত মাংসের মা’কে–
সুস্থ জীবনের আশায় অপরাধীদের
শাস্তির দাবীতে আজ সোচ্চার জনগণ।
কে জানে কাল কার ঘরে পড়ে হায়নার থাবা!
ছোট্ট শিশু,বৃদ্ধা মা বা গৃহীনীকে হতে হয় নিগ্রহ।
ঘুম নেই
ঘুম নেই আজ কারুর চোখে
ধনী দরিদ্র সকলের দিন কাটে অনিদ্রায়।
ক্ষমতাশালীর ভয় ক্ষমতা হারানোর
ধনীর ভয় সম্পদ হাত ছাড়া হওয়ার
গরীবের ভয় পেটের জ্বালায় স্বপ্ন ভঙ্গ হওয়ার।
তাই ঘুম নেই আজ পুরো শহরটার
যে শহরে মানুষের মন আতঙ্কে জাগে
যেখানে মানুষের কাটে বিনিদ্র রাত্রি যাপনে।
***********