কত সহজে আমার অস্তিত্বকে করলে তুমি অস্বীকার আমি আর তোমায় কিছু বলবোনা শুধু চাইবো জীবন হোক তোমার অপার। আমাদের জীবনে কত কিছু যায় নিমিষে হারিয়ে এখন থেকে আমার অস্তিত্বকে দিলাম আমি সেই দলে ভিড়িয়ে। আমার অস্তিত্বকে নিয়ে নাইবা ভাবলে আর তুমি যেথায় আছি সেথায় থাকবো কিছুই মনে করবোনা আমি। অস্তিত্বের সংকটে ভোগে সভ্যতা ভোগে অহরহ মানুষ না হয় আমিও হয়ে গেলাম তোমার কাছে ফানুস। ভালোবাসি তোমায় আমি বলবোনা আর তোমায় চাইবোনা আর কোন অধিকার নাইবা থাকলো আমার ভালোবাসার কোন আশ্রয়। অন্তঃসত্বা সবুজ ধান খেত হেমন্তে ধরে হৈমন্তী রঙ জীবন পদ্ম পাতায় জল ভালোবাসি তোমায় বলে করবোনা আমি চং বং ঢং।।।