অশ্বথ্বের অন্ধকারে
মৌসুমী ঘোষাল চৌধুরী
উড়ে গেছে ,গ্যাসবেলুন গোধূলী পাড়ায়
পায়রারা নিয়মিত ঘুলঘুলিতে
বলে গেছে , মেঘের রঙ
বদলে যায় মহরৎ শেষে ;
ফাকা ফ্রেমে ,অশ্বথ্বের অন্ধকারে।
—oooXXooo—