অধরা আনন্দ
রণজিৎ মন্ডল
সব আনন্দ কি ফুরিয়ে গেল,
বাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল?
চঞ্চল মন দেখতে চাইল,
বেরিয়ে পড়লাম , দু পা ভীড়ে মিশে
গেল , শরীর,মন ও গলে গেল!
আনন্দ মেখে , চোখে মুখে বুকে,
মন ভরে গেল!
অন্তরটা হাহাকার করে উঠলো,
আছে সবই, রঙিন আলোয় , রঙিন
পোশাকে, রঙিন থিমের প্যান্ডেলে
গান বেজে উঠল!
আলো আঁধারের মাঝে হারিয়ে গেল,
মুখের হাসি, চোখের স্বপ্ন, যৌবনের
সব অনুভূতিকে গলা টিপে ধরল!
চাঞ্চল্য, দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি,
নিমেষে ভিড়ের মাঝে হারিয়ে গেল।
আনন্দে তখন ও বেজে চলল,
” তোমায় হৃদ মাঝারে রাখব ,
ছেড়ে দেব না,” কি আনন্দ! চোখে
মুখে, হারিয়ে গেল , নেই ভীড়, নেই
হুড়োহুড়ি, গা ছমছমে হতাশা
উগরে দিয়ে গেল,
কেউ তখনো আনন্দ খুঁজে খুঁজে
পথ হারালো,
আমি শুধু চেয়ে রইলাম , আমার ও
বোধহয় পথ শেষ হল,
আনন্দ অধরাই রয়ে গেল!
—oooXXooo—