“সবার দুগ্গা”
রঞ্জিত চক্রবর্ত্তী
~~~~~~~~~~
ঢাকের তালে শিউলি ফুলে –
আকাশ কাশের হৃদয় দুলে,
এসেছিলি মা-তুই দুগ্গা বেশে –
শরৎ মেঘের ঘোমটা খুলে।
চারটি দিনের জন্য কেবল –
মোন মাতালি মোদের সকল,
যাবার কি-মা এতই তাড়া –
ভোলা বুঝি তোর দিশেহারা ?
পোটলা পুটলি অভাব দুঃখ –
যাছিল সব গুছিয়ে নিলি,
অসুর নিধন করতে মাগো –
জানি মা-তুই মর্তে এলি।
শিব দুয়ারে দিলি পাড়ি –
ঝরিয়ে সবার অশ্রু বারি –
সেথায় থাকিস মা-সুখে থাকিস,
বছর বছর আবার আসিস।।
—০০০::XX::০০০—