শেষ নিয়তী
বিনয় গাইন
ঢুলি বাজাও তোমার ঢোল
মন ছোঁয় তার মধুর বোল
ষোল কলা পূর্ণ তাতে
বলরে হরি বোল।।
ঢোলের অনেক রকম সকম
ঠমক মাঝে মাঝে,
বাজলে সুরে ভালই লাগে
বেসুর কানে বাজে।।
সুর অসুরের দ্বন্দ্ব আদি
সদা শুনি নিত্য বাজি,
থাকো যদি তুমি রাজি
যাওয়ার পথ সব একখানে।।
সব পথ যেথায় এক পথ হয়
সুর সঙ্গম সাগর সেথায়
ঢেউ ভাঙে ঢেউ আবার ওঠে
কালের নিয়ম ভীষন গতি
সকলের শেষ, এক নিয়তি।।
—oooXXooo—