কী হবে মা আমার ওগো ঘুমে ঘুমে বেলাযে যায় , সংসারও তো ভেসে যে যায় কী হবে মা আমার উপায় । না সংসারী না সন্ন্যাসী কোথায় বলো মা বারাণসী যেথায় ঘুম তাড়ানো ওঝাড় বাড়ি ভোগের নাড়ি কেটে আসি। ঘাটে ঘাটে শবের চিতায় আমার মতো মৃত দশায় দাহ করে গঙ্গা স্নানে তোমার সঙ্গ ফিরে যে পাই।