মুমূর্ষুকে দেখা কাজ তার
সুমান কুণ্ডু
——————–
রাত দখলের স্বাধীনতা
নেমেছে পথে আজকের প্রীতিলতা
খুন্তি নাড়া রোজ হাত
নিয়েছে কাঁধে ট্রিগারের বরাত।
গলায় স্টেথো ঝোলানো ডাক্তার
মুমূর্ষুকে দেখা কাজ তার,
ছিল কোন মায়ের সন্তান
পিশাচেরা কেড়ে নিলো জান।
খুনের আগে লুটে নিলো ইজ্জত
শেখাতে ব্যর্থ সমাজ সহবৎ
আর কতো গেলে প্রাণ?
মিলবে ওদের পরিত্রাণ
আর কতো মাটিতে মিশলে সম্ভ্রম?
সার্থক হবে ওদের জনম
আর কতো ঝরলে রক্ত?
তুমি মুখ্য হবে শক্ত
নারকীয় যন্ত্রণায় বিদ্ধ নারী
ধরেছে মশাল ছেড়ে শাড়ি।
আত্মহত্যা, এনকাউন্টার, এজেন্সি বুলি
উজাড় করেছো তোমার ঝুলি,
পারবে কি ফেরাতে প্রাণ
মাতৃভূমির কৃতি সন্তান।
স্বাধীনতা দিবসে খালি হল কোল
দেশে আজ ভয়ানক শোরগোল,
গর্জ্জে উঠছে কবির কলম
ব্যর্থ পরাতে সামান্য শরম।
যদি অক্ষম দিতে সুরক্ষা
গ্রাস করুক তবে যক্ষ্মা
সব ছেড়ে সন্ন্যাস নাও
তুমি অপদার্থ বনবাসে যাও।
—oooXXooo—