ভালোবাসার উপত্যকার শেষে অভিমানের দুর্গ গড়েছো… রোদ জল পেরিয়ে এসে দরজার কড়া নাড়তে গিয়ে দেখি আগল তুলছো ভিতরে… বাষ্প আমারও বুকের ঘরে… যদি চাও ভেঙে ঢুকতে পারি… যদি না চাও… সব নেওয়ার মতো আমারও একটা আকাশ আছে… হারিয়ে যাওয়ার জন্য উইলো গাছের বাঁকে আছে একটা নদী, আর বার্চ কাঠের নৌকা… পাহাড়ের কোল জুড়ে আছে চিনার পাতার বিছানা… ভেবে দেখো, দরজা খুলবে কি খুলবে না…