জনমন
ডঃ মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার)
হাজার বঞ্চনা দহন জ্বালা
শ্বাস-প্রশ্বাসময় ঘৃনার গন্ধ,
হঠাৎ করে হিতকারী হওয়া –
নিশ্চিত কারন সনির্বন্ধ।
ধর্মের ব্যবসা বেকারত্ব
দুর্যোগ লুন্ঠন দেশময়,
শান্তির পারাবত উড়াওনা –
তলোয়ার হাতে থাকো নির্ভয়।
নান ছলে নানা বেশে আসে
দুর্বার অসুরের জল্লাদ সেনা,
বেল-জুঁই চাঁপা বকুলঝরা –
শান্তির পথে অদ্ভুত যাদুটোনা।
মোটা চাউল নুন ফ্যান ভাতে
ঘুমিয়ে থেকোনা বধু-বাহুডোরে,
চড়াই উতরাই বাঁচার পথটাতে –
বহুযুদ্ধ আছে পড়ে দেশজুড়ে।
ছুতোর মেথর চাষি কুলিমজুর
বাঁচার মন্ত্রে জাগো এইভারতে,
ক্ষুধা বেকারি যৌবনে একসুর –
ঘুনধরা দেশটাকে চলো বাঁচাতে।।
—oooXXooo—