এসো না উমা
জল ফড়িং
উমা, তুমি এসো না এবার, এসো না এবার মর্তে,
চিন্তা করে দেখো তোমারও আছে দুটো মেয়ে।
এখানকার মানুষ ভীষণ হিংস্র,
তোমার ওই পদতলে থাকা অসুরের চেয়ে।
জানো মা তোমার বাপের বাড়িটা নিয়ে আগের মত,
রোদ ঝলমলে পৃথিবীতে পড়েছে কালের ক্ষত।
এখনকার মানুষ কি উদ্দেশ্যহীন নেই নেই কোন লক্ষ্য,
নিজের মেয়ের সাথে এই রকম হলে উৎসবে ফিরতে পারতো।
কিছুই হলো না, হলো শুধু একটা মায়ের কোল ফাঁকা ,
চিন্তা করো না মাগো ক্ষতি পুরনো ভেবে ১০ লক্ষ টাকা !!
এখানে এসো না মা গো, এখানে এসো না,
নির্মমভাবে হত্যা হলো আমার এই দিদি টা,
একটা মানুষ হয়ে দেখতে হলেও অবশেষে এইটা।
এত অত্যাচার করেছিল যেন,
চোখ দিয়ে বের করে দিয়েছিল রক্ত,
এরাই নাকি মা আবার তোমার বড় ভক্ত।
এই বাংলায় নারীদের সম্মান নেই,
আবার বড় করে পুজো হচ্ছে এখানে দুর্গা দেবী রুপী নারীকেই।
কত অত্যাচার করে আমার ওই দিদিটাকে মারল,
আচ্ছা নিজের মা বোন থাকতেও করতে এটা পারলো ।
মানুষরূপী অসুর এরা,
করছে পৃথিবীতে নষ্ট ।
এইবারের দূর্গা উৎসব তাই, বুকে ভরা আমাদের কষ্ট।।।
—oooXXooo—