মানুষ হও
~~বাবু বিশ্বাস
এ এক অস্থির সময়
মুখোশের আবর্তে নর-কীটের বাস,
চোর জোচ্চরের সিংহাসন;
এখানে মূর্খের পান্ডিত্বে শিক্ষা-নিবাস;
এখানে মানুষ’ই মানুষের করে সর্বনাশ!
এসো ; হাত দুটি ধরো –
যে অক্ষম তাকে সক্ষম করো!
যে চলতে পারেনা!তাকে চালাও!
যে খেতে পায়না!তাকে অন্ন দাও!
মানুষ বড় অসহায় –
মানুষ হয়ে মানুষের পাশে দাড়াও!
—oooXXooo—