ক্ষত যতো ক্ষতি যতো
শ্রী নীলকান্ত মণি
ক্ষত যতো
ক্ষতি যতো, তা যদি হয় তার
দান, ভালোবাসা অকৃত্রিম
অলক্ষ্যে থেকে রয় উপস্থিত
হয় একান্ত নির্ভর
তবে, দেখেছি অনুভবে
তার উপর, অলস অবকাশে
হাত বুলিয়ে দিলে
সুখের কী যেন এক
অনির্বচনীয় অনুভূতি
বুকের ভিতরে উসখুস করে!
অশ্রুত সে আহ্বান, শ্রবণ তা যদি
শুনতে নাও পায়
প্রাণের নিবিড় নিভৃত কোন ধরে
অনিবার্য ভাবে সে নাড়া দিয়ে যায়৷
কোন জোর খাট লো না,
কোন দাবী না জানিয়ে ও, দেখেছি, সে ই তখন
সহজেই জিতে যায়! হার মানা সেই হার
নির্ভার লাগে!
ঠিক ঠিক বুঝতে পারি না যদিও,
কখন যে
অজান্তে চুপি চুপি এসে
এ প্রাণের কোল ঘেঁষে বসে
কুশল বারতা যতো
বিনিময় করে, নিঃ সন্দেহে
নিজেকে নিজেই তখন
অন্তরে বাহিরে, অপূর্ব আবেগে
জড়িয়ে ধরতে ইচ্ছে করে!
সে জড়িয়ে ধরে৷ তার সেই
অশরীরী উপস্থিতি
কারণে বা অকারণে
সহসাই, সম্ভবতঃ সব খানে
সকলেরে বিমোহিত করে! অকারণ তর্ক
যতো, তার যতো আভরণ
সহসা খসে পড়ে৷ মানুষ সেখানে
প্রকৃতই মানুষ হিসাবে নিজেকেই
সু-প্রতিষ্ঠিত করে৷ আহত হৃদয়, তার
ব্যথার অনুভব, পুস্প বৃষ্টি করে৷
—oooXXooo—