অগ্নি পরীক্ষা
মৃনাল কান্তি বাগচী
নির্লজ্জ পাশবিক অপশক্তি
যখন অভয়াদের করে ধর্ষণ,
তাদের শাস্তি দেওয়া হবে বলে
অনেকেই অভিনয় করে সর্বক্ষণ।
নাটকের কুশি লবরা
ভালো করেই জানে
যত ভালো অভিনয় করা হবে
কিছুদিন পরে রাখবেনা কেহই মনে।
এই বারের তিলোত্তমার অত্যাচার
এমন নৃশংস ও ভয়াবহ
যা সকল মানুষদের হৃদয়
করছে প্রতিবাদের মঞ্চে সামিল অহরহ।
দল মত নির্বিশেষে
কার নেই চোখে জল?
তবুও সংশয় হচ্ছে, বিচার হবেতো
না বিচার চলে যাবে অথৈ জল?
এতো প্রতিবাদের পরেও
অপরাধীদের যদি না হয় শাস্তি
তবে মানবতা ,মনুষত্বের
হয়ে যাবে গঙ্গা প্রাপ্তি।
পৃথিবীটা হয়ে যাবে
নর পশুদের অবাধ মুক্তাঞ্চল,
এই কথা ভাবলে পরে
অশ্রু সিক্ত হয়ে চোখে আসে জল।
সত্যিই কি আছে
অপরাধের শাস্তি এই ধরায়?
এটাই এখন অগ্নি পরীক্ষা
তিলোত্তমার অপরাধীদের
যদি শাস্তি না হয় ।।।
—–#########——-