তিলোত্তমা
স্বপ্না নাথ
ঝড় উঠেছে, ঝড় উঠেছে,
প্রতিবাদের ঝড়,
ওরে মেয়ে, মরেও তুই, এইখানে অমর।
কোটি কোটি মনের আগুন,
পুড়িয়ে দেবে পাপের সোপান,
খুব কষ্ট পেয়েছিস তো!
এবার দেখ ত্রাসের কাঁপন।
রাত দখলে নারী জাগে,
দেশের মানুষ ফুঁসছে রাগে,
ও মেয়ে, তুই ভাবিস না আর,
পথে পথে সময় জাগে।
অপরাধের আঁতুড় ঘরে,
জন্মাবে না নতুন করে,
তোর বেদনা বুকে নিয়ে,
বুক বাঁধি সব অঙ্গীকারে।
প্রশ্রয়েতে আর হবো না,
সমানভাবে অপরাধী,
তোর স্মরণে, অশ্রু জলে,
হাতে কালো রাখি বাঁধি।
ঘুঘুর বাসা ভাঙবে এবার,
জাগরণের দাহনেতে,
অত্যাচারীর নেইকো ছাড়া,
উত্তাল জন তরঙ্গেতে।
মায়ের সোনা, বাবার সোনা,
শান্তিতে তুই ঘুমা এবার,
আমরা আছি কাঁধে নিয়ে,
সৎকারে তোর সব যাতনার।
—oooXXooo—