আমার মায়ের ভূমি
বাবু বিশ্বাস (আগন্তুক)
চলতে পথে মাঠে ঘাটে রূপ দেখে তার থামি!
তখন আমি আমার ভিতর আর থাকিনা আমি!
যাই হারিয়ে তেপান্তরে…
নীল আকাশের পরে…
পাহাড়, নদী, ঝর্ণাধারা…
মরু, সাগর তীরে।
আহা; কি অপরূপ; মায়ায় ঘেরা, আমার মায়ের ভূমি!
সবুজে শ্যামলে প্রেমকোলাহলে এ যেন স্বর্গভূমি!
আমি অবাক চেয়ে রই…
মুগ্ধ প্রাণে গর্বিত খুব হই…
এ যে আমার মায়ের ভূমি…
আমার মাতৃ ভুঁই…
যার কোলেতে মাথা রেখে, সুখ নিদ্রায় শুই…
এ যে আমার মায়ের ভূমি, আমার মাতৃ ভুঁই…
—oooXXooo—