মাগো
দীননাথ চক্রবর্তী
মাগো তোমার মতো ভালোবাসতে
এই ভুবনে কেউ পারে না ,
তুমিই কেবল দিতে পারো
প্রতিদানের আশা ছাড়ো
উজাড় করতে ভোলো না
এই ভুবনে কেউ পারে না।
তোমার নয়ন যেমন দেখে সবে
প্রেম `নয়ন দেখেনা ,
তুমি মন দিয়ে সব পড়ে ফেলো
মনের কথা কতই ভালো
প্রেম মনও তা জানেনা
এই ভুবনে কেউ পারেনা।
তোমার আবেগ তোমার টান
জোয়ার ভাটা ক্লান্ত ম্লান ,
রাগ অনুরাগ মান অভিমান
প্রেম `মলিন ব্যর্থ সে টান
তোমার কাছে পূর্ণিমা
এই ভুবনে কেউ পারেনা।
—oooXXooo—