জেলখেটেএসে,করছেপুকুরচুরি!
চোরনেতাদের,এখানেই বাহাদুরি!
প্রেমাঙ্কুর মালাকার
একজন নেতা,আর এক চোরে,
কতোটা ফারাক আছে?
নেতার সঙ্গে, তুলনায় চোর,
আসে নাতো ধারে কাছে!
কেমন তুলনা? কিসে আর কিসে?
তুলনা কি টানা চলে?
নেতা নমস্য!চোর যে ঘৃণ্য!
চুরি করে ছলে বলে!
তাহলেও শোন, উভয় পেশায়,
ফারাক কমই মেলে-
চোর চুরি করে, ধরা পড়ে গেলে,
সময় কাটায় জেলে!
আর যতো নেতা,জেল খেটে এসে,
করছে পুকুর চুরি –
এখানেই হলো, পেশার তফাত,
নেতাদের বাহাদুরি!
—oooXXooo—