না – ওভাবে ডেকো না আমায়…. কালো মেঘের গর্জনে – ভাসায়ে শ্রাবন ধারায়! এতো তাড়াহুড়ো কিসের?সবই যে অধরায়! সব মায়া ভুলে বুঝি, এতো সহজেই চলে যাওয়া যায়!
এখনো যে বিকেলের সোনারোদ পোহায়নি হৃদয়, স্মৃতির মোহেরা কেউ জানায়নি বিদায়, পারিনি দিতে আজও স্বপের অধিকার, ঋণ বাকি পরিশোধে বহু আকার__ এতো মায়া আলো ছায়া যোগ অভিযোগ ফেলে, এভাবে কি চলে যাওয়া মানায় আমার!