রথোৎসব
সুমান কুণ্ডু
★*********★
রথের পাঁপড়, রথের রশি
খাচ্ছে খুশি, টানছে শশি
রথের মেলার মাটির পুতুল
কিনছে দেখো ছোট্ট ঋতুল।
জয় জগন্নাথ, জয় বলরাম
উঠছে আওয়াজ ক্ষণিক বিরাম,
রথের চাকা চলছে যখন গড়গড়িয়ে
মুখ কি ঢাকে পাঠ্য বইয়ে?
রথের বাঁশি, রথের বৃক্ষ
দাগ কেটে যায় মনে সূক্ষ্ম,
প্রচুর মানুষ মেলায় জমে
জাত ভেদাভেদ বেজায় কমে।
রথের আবার উল্টো-সোজা
মেলায় এসে মাহেশ খোঁজা
মালপো ঘুঘনি মটর জিলিপি
কাটে মানুষের প্রতি দিনলিপি।
রথের পুরী, খুঁটিপুজো
মাথায় রাখে সকল দ্বিজো,
ছেড়ে এসে সব বৈভব
রথ মানে মিলনোৎসব।।
—oooXXooo—