“সিরিয়ালদেখি,নেইকোনমেলামেশা!
আমারকি আছে,পান দোক্তারনেশা?
-প্রেমাঙ্কুর মালাকার
ওগো ওঠো ওঠো!বিবি জাগিয়েছে
স্বামীকেই ঠেলেঠুলে-
কেন কি হয়েছে? ঘুমের ওষুধ,
তোমাকে দেইনি ভুলে!
ঘুম এসেছিলো, বলো ওষুধের,
কোন প্রয়োজন আছে?
ভাবলাম ঘুম, মাঝরাতে ভেঙে,
বিপদ ঘনায় পাছে?
আগেতো তোমার,মোটেওহতোনা,
এরকম ভুল ভাল!
আগে রবিবারে,” উত্তম ছবি”,
হতো এতো সিরিয়াল?
বেড়াতে টেড়াতে,কোথাও যাইনা,
নেই কোন মেলা মেশা-
সিরিয়াল দেখা, ছাড়া কি রয়েছে?
পানদোক্তার নেশা?
—oooXXooo—