মনের ধ্বসে আছে
মৌসুমী ঘোষাল চৌধুরী
মনের ধ্বসে আছে
পরম আত্মীয়,
খুজি না শুক্তি ঝিনুকের পাঠশালায়।
মেঠো পথ ধরে,
শুয়োপোকাদের খুনসুটি,
আবর্জনা জুড়ে মরিনা
মৃত্যুর অধীনতায়।
—oooXXooo—