খাই মন ভরেনা
অসিত ঘোষ
একদা গ্রামের ছেলে ছিলাম আমি
শহরে পাই নাই কোন দামি,
মন ভোরে রসনা তৃপ্তি হয়না
তাইতো সুখস্মৃতি নিভিয়ে যায়না।
পাকা তাল খেয়ে পেট ভরতো
আম জাম কাঁঠাল কেউকি কিনতো?
এখানে প্যাকেট দুধ খাবে বলে
গোয়াল ভর্তি গরুগুলি দিল ছেড়ে।
গাছে উঠে চাকের মধু গেলে
মন ভরেনা কৃত্রিম মধু খেলে।
মাছ মাংস যতই আমি খাই
সেই অমৃত স্বাদ কোথায় পাই।