### কার্গিলের শহীদ যারা ###
অনুচিন্তায় – নবু
(২৫ তম কার্গিল বিজয় দিবস। শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য)
কার্গিল যুদ্ধে শহীদ যারা,
তাদের প্রতি শ্রদ্ধা জানাই।
প্রাণ দিয়ে রক্ষাকরেছে দেশ,
নিঃস্বার্থ ত্যাগের গল্প শোনাই।
পাহাড়ের চূড়ায়, বরফের দেশে,
রক্ত ঝরেছে মাটির জন্য।
দেশমাতার সুরক্ষা কাণ্ডে,
জীবন দিয়েছে মুক্তির স্বপ্ন।
কঠিন পথের সৈনিক তারা,
অপরিসীম সাহসের দীপ।
কার্গিলের যুদ্ধক্ষেত্রে তারা,
প্রতিটা হৃদয় করেছে বীত।
শহীদের রক্তে দেশপ্রেমের
অমর কাব্য লেখা।
গৌরবগাথা তাদের ত্যাগের ,
অজস্র ভালোবাসার বীজ গাথা।
কার্গিল যুদ্ধে শহীদ যারা,
তাদের স্মরণে মগ্ন জাতি।
তাদের আত্মার শান্তি কামনা,
মনে রবে চিরকাল প্রীতি।
—oooXXooo—