“অন্তরঙ্গ”
রণজিৎ মন্ডল
অন্তরে হয়তো পাইনি তোমায়
তাই অন্তরঙ্গ হইতে পারিনি,
সময় কাটিছে বিহনে তোমার
বাহুডোরে মোরে বাঁধনি!
কানে কানে কথা কয়েছো অনেক
সে কথা মনে রাখনি।
অন্তরে মম যন্ত্রণা সম বিঁধেছো তৃষিত মধূ যামিনী!
আষাঢ়ে তরী ভাসালে যবে ছাড়িয়া
এ কূল তটিনী,
হৃদয় সাগর উথলি উছলি ঝরিছে
নয়ন বারীনি!
বহিছে বাতাস, গাহিয়া হুতাশ বিরহ
স্রোতের রাগিনী।
চাঁদ হাসিয়া সোহাগে ভরিয়া বিরহ
মুছিছে যোগিনী,
অন্তর তব মন্ত্র মুগ্ধ করিতে পারো
গো সোহিনী!
অন্তরে রাখো আন্তরিকতা করিতে
আপনারে আপনি।
—oooXXooo—