G
রতন চক্রবর্তী
“”””””””””””””””””
ছিলোনা বন্ধু আমাদের ছাত্র জীবনে
কোন 3G , 4G , 5 G |
ছিলো শুধু দাদা G , মাতা G , পিতা G
মাস্টার G , গুরু G ||
তাদের এক চপেটাঘাতে আসতো ফিরে তখন
ফুল নেটওয়ার্ক আমাদের |
তাইতো কিছুটা হয়তো মানুষ হবার চেষ্টা করেছি
জীবনটা হয়নি অভিশাপের ||
বকা-বাজ্জি , চড়-চাপাটি , বেত-লাঠি
ওঠে গেছে বলে আজ |
প্রায় ঘরের ছেলে-মেয়েরা হচ্ছে দেখি
অতি বেয়াদপ , বজ্জাত ||
সমাজটা যাচ্ছে তাই ডুবে দ্রুত গতিতে রসাতলে
ভয়ংকর দিন আসছে |
ভবিষ্যতের সেই দিনের ছবিগুলো কেবলই বন্ধু
চোখের তারায় ভাসছে ||
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষায় গড়তে
যদি তোমরা চাও পুনর্বার |
ভাই এখনো হাতে সময় আছে অনেক কিন্তু
শক্ত হাতে ধরো হাল আবার |
—oooXXooo—