সময়
স্বপ্না নাথ
ধূসর অতীত বলে,
চিনতে কি পারো?
আমি তব ফেলে আসা দিন।
সুখে দুখে একসাথে,
সকাল দুপুর রাতে,
বাজিয়েছি কত সুরের বিন।
বর্তমান রোষে বলে,
কে তুই প্রবীণ?
নেই কোন প্রয়োজন,
তুই বড় হীন।
আজ আমার আমি শুধু,
জীবন করেছি বিধু,
হেথা কেন অর্বাচীন?
এমত ক্ষণে আসি,
ভবিষ্যতের অট্টহাসি,
কর্ণকুহরে পশি!
মিছে কর অহংকার,
ওই দেখো কালের গহ্বর!
আমি যাব তোমাতে,
তুমি যাবে অতীতে,
এভাবেই প্রবাহিত অনিত্য সংসার!
—oooXXooo—