ভালোবাসা নির্ভুল
মৌসুমী ঘোষাল চৌধুরী
ভালোবাসা নির্ভুল,
অতীতের ভাঙা শিশিতে
আজো শেষাং শ পড়ে আছে
ভবঘুরে ছায়াছবির ,বুনোফুল ।
ভেবো না ইতি ।
ইলিশের সাঁতার দেখো পারলে
হৃদয়ে ।
—oooXXooo—