তোমার প্রেমে
প্রদীপ সরকার
আজি এই নিশিরাতে, মম হৃদয় মাঝারে, যেন তুমি এলে সুর তুলিয়া।
কেন যে জানিনা, তোমার প্রেমের স্রোতে, মন মোর যায় বহিয়া।
হায় রে হায়, মন মোর কয়, কেন হায় তারে, আজি পাইনা হেরিতে, গহীন মনের নয়নে।
যেজন আসিয়া, তুলিলো লহর আমার উদাস মনে।
আহা! সে রূপ তোমার, যেন অন্তরে আমার, গেল গো আলোক জ্বালিয়ে।
মম হৃদিমাঝে, যেন গো তুমি সদা বসে আছো, প্রেমের প্রদীপ নিয়ে।
অতি উজ্জ্বল কালো রূপে গো তোমার, আজি এ হৃদয় আমার হলো আলোকিত।
যেন গো তোমার স্বর্গীয় প্রেমে, মনের আগল মোর হলো তিরোহিত।
আমি প্রেমেতে তোমার হয়েছি পাগল এমন।
আজি দোদুল দোলায় দোলে মোর মন।
হায় গো তোমায় কবে কাছে পাই, জানিনা গো তাই,
আজি হারালো আমার সব সংযম।
—oooXXooo—