খোকার বুদ্ধি
মৃনাল কান্তি বাগচী
বলোতো খোকন
বাড়ির কাছে
সন্ধ্যা বেলায়
বাজছে কেন ঢাক?
বলতে পারলে
বুঝবো তোমার
বুদ্ধি আছে মাথায়
নেই কোথাও
কোন ফাঁক।
খোকন বলে,
” এতো নয় কঠিন
খুবই সহজ কথা,
পরশু তুমি
বললে ছোট কাকিমাকে
শ্মশান কালির কথা,
সেই পুজো হচ্ছে
এটাই তোমার জবাব
নয় কিছু অন্যথা।”
শ্মশান কালির
পুজো হচ্ছে
ভারি মজা হবে,
আমি তুমি
সবাই মিলে
সেথায় গেলে
মিলন মেলা হবে।
ছেলে মেয়েরা
সবাই মিলে
করবো সেথায়
হৈ হুল্লোড়
শ্মশান কালির
পুজো মাগো
হোকনা খুশীর তোড়জোড়।।।
——–#######——-