স্রোতস্বিনী
মৌসুমী ঘোষাল চৌধুরী
অস্থি বিসর্জনের পরে
জেনেছিলাম আলোর পথে তুমি ,
কেদে কেদে রাখি অভিমান চিরশ্রী
শ্রাবনের হৃদয়ে ।
ভরা শ্রাবন আসলেও ভুলতে পারিনি
শেষ টিকলি যাকে তুমি
নাম দিয়েছিলে
” নির্ঝরের স্বপ্নভঙ্গ “।
মাঝি আমি, উজান সমুদ্রে
ঝড়ের সাথী ,মানায় না কোনো কূলে;
ভেঙ্গে দিতে পারি না কারো হৃদয়ের বন্ধন।
কারো বহমান স্রোতস্বিনী হারাক পথ।
—oooXXooo—