তুই রয়ে যাবি বুড়ো!
লাগবে শ্বশুর খুড়ো!
প্রেমাঙ্কুর মালাকার
গ্রাম্যমানুষ,বাবুর বাড়িতে,
কলকাতা এলো হালে-
লিফট চলছে!জীবনে দেখেনি,
ওযে কস্মিনকালে!
হা করে দেখছে!ঘর নেবে এলো?
হঠাৎ আকাশ থেকে!
ওমা সেই ঘরে!দরজাও খোলা?
ভীষণ অবাক দেখে!
লোকটা দেখলো,সেই ঘরে ঢোকে,
এক থুর থুরে বুড়ী!
ঘর উঠে যায়,দরজা বন্ধ,
যেই হলো পুরোপুরি!
একটু বাদেই, ঘর নেবে আসে,
বেরোয় যুবতী নারী!
হায় ভগবান!এ কেমন ঘর?
আজব কাণ্ড ভারী!
ভাবে মনে মনে,শিবের মাকেও,
ঢোকাবে যে ওই ঘরে-
গ্রাম থেকে এনে!হবে অপরূপ!
সুন্দরী তারপরে!
নিজে না ঢুকেই, বউকে ঢোকালে,
তুই রয়ে যাবি বূড়ো!
তখন বউ র, পাশে কি মানাবে?
লাগবে শ্বশুর খুড়ো!
—oooXXooo—