লৌহ নির্মিত চকচকে এই বস্তুটির নাম শুনলেই ভয়ে চোখজোড়া কপালে ওঠে ! রাস্তার ধারে খুন হয়ে পরে থাকা কোন মানুষের দৃশ্য চোখের তারায় ভেসে ওঠে !!
আদতে সত্যি কি ছুরি খুনের জন্য ? ভাই , তা কিন্তু নয় | ছুরি ব্যবহারকারী মানুষের ইচ্ছের উপর ছুরির গুন ধার্য্য হয় ||
খুনির হাতের ছুরি ব্যাহৃত হয় জেনো মানুষ খুনের জন্য | বিপ্লবীর হাতের ছুরি ব্যবহৃত হয় জেনো দেশের শত্রু নিধনের জন্য || ডাক্তারের হাতের ছুরি ব্যবহৃত হয় জেনো রোগ নিবারনের জন্য | শিকারির হাতের ছুরি ব্যবহৃত হয় জেনো শিকার করার জন্য || কেওবা রাখেন ছুরি কোমরেতে গুঁজে জেনো আত্ম রক্ষার জন্য | কেওবা আবার রাখেন ছুরি যত্ন করে জেনো পেন্সিল কাটার জন্য ||
আরও একটি ছুরি আছে সমাজের বুকে যা কোন ধাতব নয় | ভীষণ শক্তিশালী , ভীষণ বিষ যুক্ত বিষময় যারে কথার ছুরি কয় || সামনে থাকে মেরেও বিদীর্ণ করে দিতে পারে তোমার উচ্চবিলাসী বুক | আবার পেছন থেকে মেরেও কেড়ে নিতে পারে তোমার আখাংকিত সুখ ||
ছুরি ব্যবহারকরি মানুষদের তাই জেনো চিনতে হবে ভাই আমাদের | নইলে নিভিয়ে দিতে পারে হয়তো আলো তোমার জীবন প্রদীপের ||