আমার চলার পথ সেতো একান্তই আমার, সেই পথে চলেছি বলে নেই কিছু নতুন করিয়া চাওয়া পাওয়ার। না পাওয়ার মাঝেই খুঁজি আমি আনন্দ, যা কিছু হোকনা কেন তাতে নেই আমার কোন নিরানন্দ। আনন্দ, নিরানন্দ সবই আমার কাছে এক, যতই হোক না কেন জীবন চলার পথে বাঁক। জীবন চলার সোজা, বাঁকা পথ নিয়ে ভাবিনা এখণ আমি আর এ জগতে সুখ,দুঃখ যাহাই থাক সবই দান বিশ্ব বিধাতার। বিধাতা যাহা লেখেন ললাটে নিয়তির অভিপ্রায়ে তাহাই ঘটে। জীবনের সবই মেনে নিয়েছি বিধাতার ললাট লিখন বলে, তাই আর ভাবিনা কোন কিছু পাই বা না পাই বলে।।।