প্রতিদিন হোক পরিবেশ দিবস
সুপর্ণা দত্ত
পরিবেশ ছিল একদা বিশ্বে সুনীল আকাশের নীচে
শ্যাম বনানী, শীতল জল,পাহাড় বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে,
আর ছিল পশুদের নিশ্চিন্ত বাসস্থান, পাখিদের কলরব
ছিল বিশুদ্ধ মুক্ত বাতাস আর খোলা মাঠ-ঘাট।
আজ সূর্যের প্রখর তাপদাহে যেন ঝলসে যাচ্ছে এই বিশ্ব,
প্রচন্ড গরমে বৃষ্টির জল যেন আজ হয়েছে নিঃস্ব,
প্রকৃতির এরূপ ভয়াবহতা হয়ে উঠেছে দুঃসহ যন্ত্রণার
জনজীবন অতিষ্ঠ আজ,তবু যেন কিছুই তো নেই করবার।
প্রকৃতি আজ রুষ্ট আমাদেরই ক্রিয়কলাপে
আমরা যে আজ মত্ত হয়েছি বড়োই নগরকেন্দ্রিকে,
বিপুল জনস্রোতের একটা মাথা গোঁজার ঠাঁই তো চাই
তাই বন জঙ্গল আজ নির্দিধায় সাফ করেছি আমরাই।
ভরিয়ে দিয়েছি ছোটো বড়ো পুকুর-ডোবা,খাল-বিল
গড়ে তুলেছি সেখানেই গগন ভেদী বিল্ডিং।
শিশুদের জন্য গড়েছি শিশু- উদ্যান, লেক-পার্ক
সবই তো কৃত্রিম, তাতে প্রকৃতির নেই কোনো মত।