একি ভীষণ, মর্ম দহন, জ্বালায় গো মন, প্রিয় তোমার অনুরাগে। বুঝিনি তো হায় এ জ্বলন কভু, তোমারে দেখার আগে। কেনই যে গো হঠাত করে, তুমি আমার জীবনে এলে। হৃদয়ে মোর দিলে গো তুমি, প্রেমের বাতি জ্বেলে। কোনই সময়, ডুলিতে পারিনা যে হায়, তোমার নয়নজোড়া। ওই দৃষ্টি আমায়, সকল সময়, করে পিরিতে পাগলপারা। কেমন করে, কবে বা কখন, দোঁহে হবে যে মধুর মিলন। সেই ভাবনায়, কাছে পাইতে তোমায়, উদাসী রয় মন। তোমার নামের সুধা, বাড়ায় দ্বিধা, তোমায় কাছে পেতে। বড় ইচ্ছে করে, প্রিয় তোমারে, আজই আপন করে নিতে। নাই কি গো হায়, কোনই উপায়, দু হৃদয় মিশে যাওয়ার। অধরা রবে কি সপ্ন আমার, তোমায় কাছে পাওয়ার!