ওরে বিহঙ্গ
রঞ্জিত মন্ডল
ওরে বিহঙ্গ, শোন বিহঙ্গ মোর,
এখনই অন্ধ বন্ধ হইবে দোর,
তোমার পাখায় ভর কর আরো জোর,
আকাশ তোমার ঠিকানা, অবিশ্রান্ত
চলার পথে, কতবার আসিবে সন্ধ্যা,
কতবার হবে ভোর।
ওরে বিহঙ্গ, শোন বিহঙ্গ মোর,
এখনই অন্ধ বন্ধ হইবে দোর।
সুদূর সাহারা, জানে শুধু তারা,
হারিয়েছে যারা, জীবনের স্বপ্ন
আকাশেই শেষ হয়েছে যখন
নিজের পাখার জোর।
স্বপ্ন ছিল তোর, একদিন হবে ভোর,
অন্ধ আকাশে, জীবন বিনাশে,
আকাশেই সমাধি তোর।
ওরে বিহঙ্গ, শোন বিহঙ্গ মোর।
দেখ সমুখে ঐ আসিছে তোমার,
প্রীয় সাহারার প্রবেশদ্বার,
যে আশা নিয়ে বুকে তোমার,
অসীম আকাশের, সুপ্ত অভিলাষের
দিয়েছিলে অন্জলি নাতিশীতোষ্ণ
ঝড় বাতাসের, নিয়েছিলে মেনে,
অনিশ্চিত জেনে, শূন্য সাহারার
সোনালী ভোর।
ওরে বিহঙ্গ, শোন বিহঙ্গ মোর,
এখনই অন্ধ, বন্ধ হইবে দোর।
তুমি যে আমার, সব ভালোবাসার
সব প্রাণের দোর।
ওরে বিহঙ্গ, শোন বিহঙ্গ মোর,
এখনই অন্ধ, বন্ধ কর না দোর।
—oooXXooo—