“ইউরেকা! ইউরেকা!
কখন মৃত্যু লেখা?”প্রেমাঙ্কুর মালাকার
হ্যাললো নায়েব!কেন দুইদিন?
আসোনাই দফতরে?
সাহেব! গিয়েছি,অন্ত্যেষ্টিতে,
বাবা করোনায় মরে!এর পর হবে, কাকার মৃত্যু-
অন্ত্যেষ্টিতে গেলে-
বিনানোটিশেই,যেতে পারবেনা,
তুমি দফতর ফেলে!দরখাস্তেই, দুইদিন আগে,
এরপর ছুটি লবে!
হুজুর বলুন? কাকার মৃত্যু?
কখন কোথায় কবে?আপনাকে পাই, শ্রেষ্ঠ জ্যোতিষ!
ইউরেকা!ইউরেকা!
কাকাকে আনবো! জানবো কখন,
ললাটে মৃত্যু লেখা?—oooXXooo—