অদৃশ্য এক শূন্যতা আমায় রয়েছে সর্বক্ষণ ঘিরে, যতই সেই শূন্যতা কাটাতে চাই পারিনা তা কিছুতেই তাই নিয়েছি শূন্যতাকে আপন করে। শূন্যতা দেখি আমি আকাশে, বাতাসে জন অরন্যের ভীড়ে, কোন পথ খুঁজে পাইনা অক্টোপাসের মত শূন্যতা ঘিরে রয়েছে আমার চোখে, মুখে, সর্ব শরীরে। এক নিবিড় শূন্যতা আমায় বারে বারে হাতছানি দেয়, শূন্যতার মাঝে আমি পূর্ণতার গুরুত্ব বুঝি দিনে রাতে, সকাল সন্ধ্যায়। যাহা শূন্য, তাহাই পূর্ণ নহে আমার কাছে ভিন্ন, শূন্যতার মাঝে পূর্ণতা খুঁজে নিজেকে করি আমি ধন্য।।।