এসেছিনু মধ্যরাতে মাতৃ গর্ভ হতে, এই সুন্দর পৃথিবীতে, সৌন্দর্য কত গভীর যবে নয়ন মেলিয়া দেখিলাম প্রভাতে! বুঝিনি তখন এ সৌন্দর্য হইবে বিলীন বার্ধক্যের হাতে! আগমণ অথবা বিদায়ক্ষণে হাসি কান্নায় হৃদয় হতে, বিরাজিছে ধরা , একই ভূমি, পর করিছে একই হাতে, বসুন্ধরা, তোমাতে আমাতে! অসহায় প্রকৃতি নীরবে অধরা গতি নিয়া সাথে, হয় থাকিবে না হয় মরিবে, মারিবে নিজেকে ধরিয়া রাখিতে! হইবে কি না দেখা জানি না, তোমার আমার সাথে, ফিরে যদি আসি যেন ভালোবাসি গর্ভে অথবা প্রাতে!